Breaking News

‘র এজেন্ট’ গ্রেপ্তার, ২ দিনের রিমান্ডে


#nuresult3rdyear #honours3rdyearresult #nuresult3rdyear2024 #honours3rdyearresult2024 #nuresult #3rdyearresult2024 #honors3rdyearresult #nu3rdyearresult2024 #nu3rdyearresult #nuacbdresulthonours #honoursresult #nationaluniversityresult #resultsnuacbd #nationaluniversitybangladesh #nulatestresult #nubdresult #nuresult #resultsnuacbd #nuresults #nuresult3rdyear2022 #nuhonours3rdyearresult #wwwnuacbdnotice #nationaluniversity3rdyearresult #nunoticeresult


 পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সন্দেহভাজন এক এজেন্টের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অবৈধ অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে তার এ রিমান্ড প্রদান করা হয়। খবরটি প্রকাশ করেছে দৈনিক ডন।

বিশেষ তদন্ত ইউনিট (এসআইইউ) গতকাল মৌরিপুর এলাকা থেকে 'মোহাম্মদ সেলিম' নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এসআইইউয়ের দাবি, তিনি ‘র’-এ কাজ করেন।

তদন্ত ইউনিট জানিয়েছে, গ্রেপ্তারকালে সেলিমের কাছ থেকে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা সেলিমকে করাচির ক্লিফটনে অবস্থিত এটিসির বিচারকের সামনে হাজির করে ১৪ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। তবে আদালত দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানির জন্য মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এসআইইউর কর্মকর্তারা জানান, অভিযানে হ্যান্ড গ্রেনেড, একটি রকেট লঞ্চার, ৯ এমএম পিস্তল এবং কয়েকটি সার্ভিস কার্ড উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন সেলিমের কাছে বিভিন্ন নামে কয়েকটি পাসপোর্ট ও পরিচয়পত্রও পাওয়া গেছে। তার নেপাল হয়ে বেশ কয়েকবার ভারতে যাওয়ার প্রমাণ ও নথি উদ্ধারের কথাও জানানো হয়েছে।

এসআইইউ দাবি করেছে, সেলিম করাচিতে ‘র’-এর হয়ে কাজ করছিলেন এবং তার বিরুদ্ধে সংবেদনশীল তথ্য সংগ্রহ ও নাশকতামূলক কার্যকলাপ পরিচালনার অভিযোগ রয়েছে। সিন্ধ অস্ত্র আইন ২০১৩-এর ধারা ২৩(১), ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের সপ্তম ধারা এবং বিস্ফোরক পদার্থ আইনের ৪/৫ ধারার অধীনে সেলিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।







More Search : 

#nuresult3rdyear #honours3rdyearresult #nuresult3rdyear2024 #honours3rdyearresult2024 #nuresult #3rdyearresult2024 #honors3rdyearresult #nu3rdyearresult2024 #nu3rdyearresult #nuacbdresulthonours #honoursresult #nationaluniversityresult #resultsnuacbd #nationaluniversitybangladesh #nulatestresult #nubdresult #nuresult #resultsnuacbd #nuresults #nuresult3rdyear2022 #nuhonours3rdyearresult #wwwnuacbdnotice #nationaluniversity3rdyearresult #nunoticeresult

Auto Refresh and Link Loop Popup Iframe Example